লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায়  একটি পাট ক্ষেত থেকে একজন দর্জি শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার জয়পুর ইউপির মরিচপাশা গ্রামের মৃত জালাল মৃর্ধার ছেলে ও লোহাগড়া বাজারের দর্জি শ্রমিক মিজান মৃর্ধা গেল ঈদুল ফিতর উৎসব কে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়। এবং এর জের ধরে মিজান তার নিজ দোকানে অবস্থান করছিল। গত শনিবার রাত ১০ টার দিকে মিজান ওই দোকান থেকে বের হয়।

এলাকাবাসী রবিবার সকালে উপজেলার পার-ছাতড়া গ্রামের একটি পাট ক্ষেতে মিজানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে রবিবার সকাল ১০ টার দিকে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিপ্লব সাহা ও এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখান থেকে দর্জি শ্রমিক মিজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুবাস বিশ্বাস জানান, নিহত মিজানের মুখে কীটনাশকের অস্থিত্ব পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, সে কীটনাশক পানে আত্বহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এটিঅার/আগস্ট ০৩, ২০১৪)