রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে রাতের আধাঁরে রাস্তার সরকারি গাছ কর্তন করে বিক্রি করছে একটি মহল। উপজেলার তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত প্রায় ১ কি.মি. এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত ৬’শ মি. রাস্তার দু’পাশের সরকারি গাছ ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত রাস্তার গাছ ১ লাখ ৩০ হাজার টাকা এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত রাস্তার গাছ ৮০ হাজার টাকায় কিনে নিয়েছে মালেক মেম্বার ও ফজলুল হক। তারা গাছ ক্রয় করে গাছগুলি তাদের নিজস্ব স’মিলে স্তুপ করে রেখে দিয়েছে। 

এ ব্যাপারে মালেক মেম্বার ও ফজলুল হকের সাথে যোগাযোগ করলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, স্থানীয় সাংসদের ঘনিষ্টজন হিসেবে পরিচিত আয়নাল মেম্বার রাতের আধাঁরে গাছগুলি কেটে মালেক ও ফজলুল হকের নিকট বিক্রি করে। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে এসব গাছ কেটে বিক্রি করলেও স্থানীয় এমপি’র ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

মুঠোফোনে গাছ কাটার বিষয়ে আয়নাল মেম্বারের নিকট জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে নাগবাড়ি ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী বলেন, সরকারি গাছ কর্তনের বিষয়টি আমি জানতাম না। খবর নিয়ে জানতে পারি স্থানীয় আ’লীগ নেতারা যোগসাজসে এসব গাছ কেটে বিক্রি করেছে বলে শুনেছি।

কালিহাতী এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, বিষয়টি তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত ও গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত এলজিইডি’র রাস্তার দু’পাশে প্রসস্থকরণ কাজ চলমান। এ সুযোগে স্থানীয় একটি মহল রাতের আধাঁরে রাস্তার দু’পাশের গাছগুলি কেটে বিক্রি করে ফেলেছে। একারণে আমরা গাছ কর্তনকারীদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি।

(আরকেপি/এসপি/অক্টোবর ২৮, ২০১৯)