স্টাফ রিপোর্টার : আগামী দু-এক দিনের মধ্যেই বকেয়া বেতন-ভাতা পাবেন তোবা গ্রুপের শ্রমিকরা বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার দুপুরে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান কচির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বিজিএমইএ ভবনে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকদের টাকা পরিশোধের বিষয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মে, জুন ও জুলাই মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে ঈদের আগের দিন থেকে অনশন করে আসছেন তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ১০৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আংশিক বকেয়া পরিশোধ করার আশ্বাস দেন। তবে তা প্রত্যাখ্যান করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে, আগামীকাল শিল্পাঞ্চলে বিক্ষোভ এবং মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

(ওএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)