রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সদস্য ফরম বিতরণ, পূরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

সোমবার সকাল ৯ টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরী হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার সভাপতি এ্যাড.আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সদস্য ফরম বিতরণ, পূরণ ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের এ্যাডভোকট ওয়াহিদুজ্জামান দিপু, এ্যাড.রফিকুল ইসলাম মন্টু,এ্যাড.আব্দুস সালাম খান, ব্যারিষ্টার জাকির হোসেন,ব্যারিষ্টার মনিরুজ্জামান আসাদ, এ্যাড.মিজানুর রহমান, এ্যাড.আনিসুর রহমান মনি,এ্যাড. নাসির উদ্দিন সম্রাট, এ্যাড.আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.সৈয়দ ইফতেখার আলী, এ্যাড.আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি হাবিবুুর রহমান হবি, এ্যাড.আমজাদ হোসেন,এ্যাড. আব্দুস ছাত্তার, এ্যাড. শহিদুল্লাহ, এ্যাড. আশরাফুল আলম, এ্যাড. তোজাম্মেল হোসেন, এ্যাড.এবিএম সেলিম, এ্যাড. শিমুল।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সোমনাথ ব্যানার্জী। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে এই সরকার একটি অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। সকল মামলায় জামিনযোগ্য হলেও শেখ হাসিনাক্ষমতা হারানোর ভয়ে তাকে জামিন দিচ্ছে না। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানকে দেশের বাইরে রাখতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য সকলকে কাজ করতে হবে।

(আরকে/এসপি/অক্টোবর ২৮, ২০১৯)