নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সোমবার দুপুরে একজন কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া দক্ষিন পাড়া খালচর গ্রামের আব্দুস ছাত্তার মোল্যার ছেলে মোরাদ মোল্যা (৪০) পাওনা টাকা আদায়ের জন্য সোমবার দুপুরে পার্শ্ববর্তী লুটিয়া বাজারে যান। সেখান থেকে তিনি দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরছিলেন।

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের কুমড়ি পূর্ব পাড়ার টুকু শেখের ছেলে আজাদ শেখের নেতৃত্বে ইনদা, সাদ্দাম, আশরাফ, সাজ্জাদ, লিপন ও রাজিবসহ ৮-১০ জন লুটিয়া বাজারের পাশে তার পথরোধ করে রামদা ও চা-পাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। মোরাদের বাম হাত ও বাম পায়ে গুরুত্বর জখম হয়েছে।

লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রিপন কুমার ঘোষ বলেন, রোগীর বাম হাতের হাঁড় কেটে হাত চামড়ার সাথে ঝুলে থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরএম/এসপি/অক্টোবর ২৮, ২০১৯)