বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার নবাবপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসি এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতি করে পালাবার সময় এলাকাবাসি ৪টি বোমাসহ জহির উদ্দিন (৪০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। আকটকৃত জহির উদ্দিন খুলনার যুগীদারপুর মিরের ডাঙ্গা এলাকার অস্থায়ী বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে।

বাগেরহাটের চুলকাটি ফাঁড়ি পুলিশের এস আই জাকারিয়া জানান, রবিবার ভোর রাতে এনায়েত হোসেনের বাড়িতে ৫ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির লোকজন ডাক-চিৎকার দিলে এলাকাবাসি ছুটে এসে ডাকাতদলকে ধাওয়া করে। পরে ডাকাতদল এলাকাবাসির দিকে লক্ষ্য করে পরপর দুটি শক্তিশালী বোমা বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। তখন জহির উদ্দিন নামের এক ডাকাতকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

এসময় তার কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। আটককৃত জহির উদ্দিনের রবাত দিয়ে তিনি আরও বলেন, ওই প্রবাসির বাড়িতে ডাকাতির উদ্দেশ্য তারা এসেছিল। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এঘটনায় ডাকাতি ও বোমা বিস্ফোরন আইনে পৃথক দুটি মামলঅ দায়ের করা হয়েছে।

(এটি/এটিআর/আগস্ট ০৩, ২১০৪)