আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কাতারে সড়ক দুর্ঘটনায় ২৭ অক্টোবর নিহত বাংলাদেশীর পরিচয় মিলেছে। ওই সড়ক দুর্ঘনটায় নিহত আব্দুল হক মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা।

নিহত আব্দুল হক মোল্লার পরিবার সূত্রে জানা গেছে, জীবন-জিবীকার প্রয়োজনে দুই বছর পূর্বে কাতার গিয়েছিলেন উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মৃত আব্দুল হাকিম মোল্লার ছেলে আব্দুল হক মোল্লা (৫৮)।

প্রতিদিনের মত কাজ শেষে ২৭ অক্টোবর দুপুরে কাতারের আল খয়রাতিয়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির গাড়ীর ধাক্কায় আব্দুল হক সড়কে ছিটকে পরে গুরুতর আহত হয়। মুমুর্ষাবস্থায় তাকে উদ্ধার করে হামাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষণা করেন। আব্দুল হকের মৃতদেহ বর্তমানে হামাদ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

মৃত আব্দুল হকের পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সেদেশের সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ২৮অক্টোবর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। তার মৃত্যুর সংবাদে ওই পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

আব্দুল হকের লাশ দেশের আনার জন্য বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন পরিবার সদস্যরা।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০১৯)