মাগুরা প্রতিনিধি : চলতি অর্থ বছরে শালিখা উপজেলায় বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক  গৃহীত উদ্ভাবনী উদ্যোগ সমূহের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে। 

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগ সমুহের মধ্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষন র্কোস, ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন র্কোস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, ভাতা সহজীকরণ, র্ভামি কম্পোষ্টসার প্রকল্প সহজীকরণ, ক্রীড়ার মানোন্নয়ন, সাংস্কৃতিক চর্চার মানোন্নয়ন, প্রবাস গমনেচ্ছুদের ভাষা শিক্ষা প্রদান, ভ’মি সেবা সহজীকরণ উদ্ভাবনী সমুহের উদ্বোধন ঘোষনা করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. কামাল হোসেন সহ উপজেলা পরিষদের সমস্ত দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যানগন, প্রাথমিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোকপাত করেন সীমাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন আলোচনা করেন আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, উপজেলার ক্রীড়ার মানোন্নয়ন সর্ম্পকে আলোচনা করেন শালিখা উপজেলার ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সাঙস্কৃতিক চর্চার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন প্রমুখ। উপজেলা পরিষদের সমস্ত দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যানগন, প্রাথমিক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)