নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্ত করা হয়নি। দির্ঘদিন ধরে বেতন ভাতাদি না পেয়ে ওই কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। অনেকে ধারদেনা করে সংসার চালিয়ে শিক্ষকতার মহান পেশা ধরে রাখার চেষ্টা করছেন। এলাকার অভিভাবকমহল দ্রুত কলেজটি এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত বুধবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ২হাজার ৭শ’ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় সারা দেশে ২৮৩ টি কারিগরি কলেজকে এমপিও করা হলেও সেই তালিকায় ধামইরহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাম নেই। তালিকায় নাম না থাকায় ওই কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন।

এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশীদ বলেন, বিগত ২০০১ সালে উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ধামইরহাট-নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শে বিহারীনগর মৌজায় নিরিবিলি পরিবেশে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাবলিক পরীক্ষার ফলাফল অন্যান্য কারিগরি কলেজের তুলনায় অনেক ভাল। বর্তমানে কলেজে ১জন অধ্যক্ষ, ৩জন প্রভাষক, ২জন প্রদর্শক, ১জন অফিস সহকারী, ১জন ল্যাব এ্যাসিসটেন্ট এবং ১জন এমএলএসএস কর্মরত রয়েছেন।

বর্তমানে কলেজে দুই ট্রেডে ১৬০ জন শিক্ষার্থীর স্থলে ১৪৯ জন অধ্যয়নরত রয়েছে। পাসের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অনেক ভাল। গত ২০১৬ সালে ৯৯ ভাগ, ২০১৭ সালে ৫৬ ভাগ, ২০১৮ সালে ৯৮ভাগ এবং সর্বশেষ ২০১৯ সালে ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করেছে। তারপরও ওই শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করা হয়নি। এবার যেহেতু অনেক প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে।

ওই কলেজের সাচিবিক বিদ্যার প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, কলেজটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি চাকুরি করছেন। অনেক ধার দেনা করে সংসার চালিয়ে শিক্ষকতার মহান পেশার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি। অনেক আশা ছিল এবার সরকারিভাবে বেতনভাতাটি পাব।

এদিকে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকমহল ও এলাকার সুধীমহল জোর দাবি জানিয়েছেন, অচিরেই এলাকার একমাত্র স্বতন্ত্র এই কারিগরি কলেজটিকে এমপিওভুক্ত করা হোক।

(বিএম/এসপি/অক্টোবর ২৯, ২০১৯)