হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বাতিরপুর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হবিগঞ্জ-ঢাকা রুটের দিগন্ত পরিবহনের বাস চালক পৌর এলাকার বাতিরপুর গ্রামের সেলিম মিয়ার সাথে ওই বাসের হেলপার একই এলাকার শাহিন মিয়ার মধ্যে ঢাকায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাতেই হবিগঞ্জ ফিরে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এসময় শাহিন মিয়া আহত হন। এর জের ধরে রবিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়। আহতদের মধ্যে লাল বানু, জামাল মিয়া, স্বপন মিয়া, মিন্নত আলী, রুবেল, রমজান মিয়া, জুয়েল মিয়া, আকিল মিয়া, সেলিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাসা বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(পিডিএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)