কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : পুলিশের সঙ্গে কাজ করি,মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশিং গাজীপুর জেলার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকাল ১১টায় কাপাসিয়ায় মরহুম খালেদ র্খুরমের বাসভবন মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান শুরুর আগে পুলিশ আনছার ও সাধারণ মানুষের সম্বনয়ে বর্ণাঢ্য একটি র‌্যালি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করেন।

পুলিশ সুপার সামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে ও সর্কেল অফিসার পংকজ দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি মন্ত্রনালয় সর্ম্পকীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কণ্যা সিমিন হোসেন রিমি, অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার-রাসেল, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট আমান হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মোসা: ইসমত আরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচাজ মো. রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দল কবীর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা: রওশনারা সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।

(এসকেডি/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)