নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল তৈরি, গল্প, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনার উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার জন্য সরকার প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার বিভিন্ন দিক পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ইন্সট্রাক্টর মো. হারুন অর রশিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়া, সাবেক অধ্যাপক রামেন্দ্র সুন্দর বোস প্রমুখ।

(আরএস/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)