চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার পৌর মহিলা কলেজ এমপিও ভূক্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

বুধবার সকাল ১০ টায় পৌর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে পৌর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবক এলাকার রাজনৈতিক নেতা-কর্মী, সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর মেয়র খ, ম কামরুজ্জামান মাজেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন পারভীন মুক্তি, কলেজের অধ্যক্ষ মো. মেহেদী হাসান, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ খন্দকার প্রমূখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা প্রধানমন্ত্রীর নিকট ফরিদপুর উপজেলার একমাত্র মহিলা কলেজটি এমপিও ভূক্ত করার দাবী জানিয়ে শিক্ষকরা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে বিনাবেতনে কাজ পাঠদান করে যাচ্ছি। এবারও এমপিওভূক্ত না হওয়ায় আমরা মর্মহত হয়েছি। কলেজটি প্রায় বন্ধের উপক্রম হওয়ায় আমাদের কলেজ ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর পৌর মহিলা কলেজটি দীর্ঘ ১৮ বছরেও এমপিও না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে।

(এস/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)