দীপক চক্রবর্তী, মাগুরা : আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার আইন লঙ্ঘনের দায়ে  ক্রিকেট বোর্ড বিশ্বসেরা আলরাউন্ডার সাকিব আল হাসানকে ১ বছর সব ধরণের ক্রিকেট  থেকে নিষিদ্ধ করায় মঙ্গলবার রাত থেকে ও বুধবার দিন ভর  তার নিজ জেলা মাগুরার ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা নেমে এসেছে । 

সন্ধ্যার পর শহরের ক্রিকেটপ্রেমী মানুষ এ ঘোষনার তীব্র নিন্দা জানিয়েছে । চায়ের দোকান,হাট-বাজার, মার্কেটসহ মাগুরা শহরের মানুষ এ ঘটনা শোনার পর মর্মাহত হন অনেকে । এদিকে আজ বুধবার সকাল থেকেই চলে মানব বন্ধন, মিছিল, সমাবেশ।

মাগুরা শহরের সর্বস্তরের জনগন “নো সাকিব ,নো ক্রিকেট ” বান্যার নিয়ে রাস্তায় নেমে আসে । দিন ভর চলে বিক্ষো মিছিল- শ্লোগান, মানব বন্ধন। দুপুরে সরকারি কলেজের সামনে থেকে বের হয় বিশার এক মিছিল। মিছিলে মাগুরার সর্বস্তরের জনতা অংশ নেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে গোটা শহর । শুধু শহরে নয় জেলার বিভিন্ন গ্রামে-গঞ্জেও সাকিবের পক্ষে ম্লোগান দিয়েছে ক্রিকেটপ্রেমীরা ।

শহরের ক্রিকেটফ্যান আকাশ, জয়, সাকিব, তুর্যসহ তাজিল জানান, সাকিব আল হাসান মাগুরার গর্ব । ক্রিকেট মানেই সাকিব, সাকিব মানেই ক্রিকেট । সাকিব ছাড়া বাংলাদেশ ক্রিকেট হতে পারে না । ১ বছর সাকিব ক্রিকেট খেলার না পারলে বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ । আমরা চাই সাকিব ক্রিকেটে আবার ফিরে আসুক ।

জেলার অন্যতম ক্রিড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমীর পরিচালক বাকির আনজাম বারকি জানান, ১ বছর সাকিব ক্রিকেট থেকে সরে থাকা বাংলাদেশের জন্য বড় বিপর্যয় । সামান্য ভুলের কারণে তার এ দায় আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না । একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরী । তাই আলরাউন্ডার খেলোয়াড় বলেই তার চাহিদা অনেক বেশি । সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি ।

জেলার অন্যতম ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় জানান, ঘটনাটি শোনার পর আমি খুবই মর্মাহত । শুধু তার নিজ জেলা মাগুরা নয়, সারা দেশ আজ সাকিবের জন্য কাদঁছে । বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের । ১ বছর ক্রিকেট থেকে সাকিব সরে থাকলে বাংলাদেশ দলের অনেক ক্ষতি হবে যা অপূরনীয় । তাই আমরা চাই সাকিব আবার ক্রিকেটে উজ্জ্বল হোক ।

মাগুরা জগদল সম্মিলনী কলেজের প্রভাষক শাহজাহান কবির জানান, আমরা খুবই মর্মাহত হয়েছি । সাবিক ক্রিকেটে থাকবে নানা এটা হবে । সাকিব শুধু মাগুরার অহংকার নয়, সারা দেশের গর্ব । বাংলাদেশ দলে সাকিব না থাকলে তা হবে বড় ক্ষতির কারণ ।

সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল তার ছেলের ১ বছর ক্রিকেট থেকে সরে যাওয়ার বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি । তবে তাকে অনেক বিশ্মিত মনে হয়েছে । ছেলের এ হতাশা তাকে অনেকটা মর্মাহত করেছে ।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)