মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, মাগুরার কৃতি সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানকে র্দুভাগ্যজনকভাবে আইসিসি দেয়া শাস্তি মেনে নিতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গোটা দেশের মানুষ সাকিবের পাশে আছে।

তিনি বুধবার সন্ধ্যায় মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলন উদ্বোধন করেন মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, কল্পনা জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু।

বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকি ইমাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার নেতৃত্বে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযানসহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজসহ বিএনপি-জামায়াতের কেউ যেন আওয়ামীলীগের কোন কমিটিতে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

(ডিসি/এসপি/অক্টোবর ৩১, ২০১৯)