রাজন্য রুহানি, জামালপুর : জাল টাকাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। জামালপুরের সদরের তুলশিপুর ইউনিয়নের মেঘালক্ষীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে ৪২ হাজার জাল টাকাসহ আশরাফ ও রুবেল নামে দুই জালটাকা কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশরাফ মন্ডল (৫০) তুলশিপুর ইউনিয়নের তুলশীপুর বাজার উত্তরপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে ও রুবেল শেখ (৩৫) একই ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মৃত জামালউদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া জানান- গোপনে খবর পেয়ে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে তুলশিপুর ইউনিয়নের মেঘালক্ষীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি আভিযানিক দল। মেঘালক্ষীপুর গ্রামের আইনালের পরিত্যক্ত দোকান ঘরের সামনে থেকে ৪২ হাজার জাল টাকাসহ আশরাফ ও রুবেল নামে দুই জালটাকা কারবারীকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মামালা দায়ের হয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ৩১, ২০১৯)