নওগাঁ প্রতিনিধি : রবিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁয় শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সরকারী কলেজের অডিটরিয়ামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া (বিপিএম), নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল একেএম আরিফুল ইসলাম (পিএসি), মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল ইসলামসহ নওগাঁ সরকারী কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের অধ্যক্ষ মানিক কুমার সাহা শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এসময় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

(বিএম/এসপি/নভেম্বর ০৩, ২০১৯)