স্টাফ রিপোর্টার : সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফকে প্রাণঘাতী নয় এমন অধিক অস্ত্র দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক ডিকে পাঠক।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএফ'র মহাপরিচালক ডিকে পাঠক এ কথা বলেন।

ডিকে পাঠক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফকে দেয়া হবে প্রাণঘাতী নয় এমন অধিক অস্ত্র। কারন বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী রাষ্ট্র। আমি মনে করি তাদের সঙ্গে সীমান্তে প্রাণঘাতী নয় এমন অস্ত্রের ব্যবহার অব্যাহত থাকা উচিত। এ ব্যবস্থাপনা নতুন করে পর্যালোচনা করার দরকার নেই।

ডিকে পাঠক সম্প্রতি ভারতের পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন। চলতি বছরের এপ্রিলে তিনি শক্তিশালী আধা সামরিক এ বাহিনীর দায়িত্ব নেন।

এই বাহিনীতে রয়েছে ২ লাখ ৫০ হাজার সদস্য। তাদের কমান্ডের দায়িত্ব নিয়েই তিনি সীমান্ত পরিদর্শন করেন।

তিনি বলেন, বিএসএফ প্রাণঘাতী নয় এমন আরও সক্রিয় অস্ত্র ব্যবহার করবে। এ ছাড়াও বিএসএফের হাতে রয়েছে প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ।

(ওএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)