নিউজ ডেস্ক : নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলনে দেশে একমাত্র বিজয়ী তারুণ্য দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। নিজের ফেসবুক এ কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রশংসা করেছেন দেশে কোটা সংস্কার আন্দোলনের সময়ে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুরের ভূমিকা নিয়ে।

বলেছেন, ‘নুর, রাশেদ, আখতার, মামুন, ফারুক, -এই নিপীড়ক রাষ্ট্রের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলনে একমাত্র বিজয়ী তারুণ্য। এরাই ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। জয় হোক নুরদের।’

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে আলোচনায় আসেন নুর। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হন।

আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করে নুরের প্রসঙ্গে তিনি লিখেন, ‘ছাত্রলীগের হাতে নির্মমভাবে প্রহৃত হয়েও পালিয়ে থাকতে হচ্ছে নূরকে। একটার পর একটা হাসপাতাল থেকে বের করে দেয়া হচ্ছে তাকে সরকারের চাপে। অবশেষে উত্তরায় একটা হাসপাতালে ঠাঁই হলো তার। নুর নেই বলে কোটা সংস্কার আন্দোলন তখন থমকে আছে। তারা চায় নুরকে নিয়ে শহীদ মিনারে একটা অনুষ্ঠান করতে। নুর ফোনে জিজ্ঞেস করে, যাবো স্যার। আমি বলি, ডাক্তার কী বলেন? ডাক্তারের নিষেধ আছে। আরেকবার মার খেলে পঙ্গু হয়ে যাবো।

তাহলে দরকার নাই যাওয়ার। আগে সুস্থ হন। নুর ভাবে কিছুক্ষণ। তারপর দৃঢ়কণ্ঠে বলে, না স্যার যাবো, যা হওয়ার হবে!’

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)