রাজন্য রুহানি, জামালপুর : অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) রাত ৮ টায় শেরপুরের গৌরিপুর থেকে খোকন কুমার দে (২৬) নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় ওই মাদক ব্যবসায়ীকেও।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ সোমবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৪৭ মিনিটে ই-মেইলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন গৌরিপুরের মমিন পেট্রোল পাম্প সার্ভিস সংলগ্ন আালিফ কম্পিউটার দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। রবিবার রাত ৮ টার সময় এখান থেকে খোকন কুমার দে কে ৬০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। খোকন শেরপুরের গৌরিপুর গ্রামের মঙ্গল চন্দ্র দে’র ছেলে।

গ্রেফতার খোকনের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় শেরপুর সদর থানায় মামলা করেছে র‌্যাব-১৪।

(আরআর/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)