পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যূর ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনের মৃত্যূতে এলাকা একধরনের শোকাবহ অবস্থা বিরাজ করছে।

মৃতেরা হলেন, আ. মন্নানের পুত্র মো. দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মো. রাসেল (১৪) ও রাসেলের মা মোসা. হামিদা বেগম (৩৫)। এরা সকলেই কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামের বাসিন্দা।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডের সদস্য মো. বাদল পহলান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে দেলোয়ার মিয়া বাগান থেকে সুপারি গাছ কাটতে গেলে ঐগাছ হেলেপরে পল্লী বিদ্যূতের তার ছিড়ে যায়। এতে প্রথমে দেলোয়ার বিদ্যুৎপৃষ্ট হয়। তার চিৎকারে ভাইয়ের ছেলে মো. রাসেল ও পরে ভাইয়ের স্ত্রী হামিদা এগিয়ে আসলে তিনজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে পল্লী বিদ্যূতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, আমাদের কাছে কোন ইনফরমেশন না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভার বিহিন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যূর ঘটনায় স্বজনদের মাঝে উৎকন্ঠা দেখা গেছে।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

(এটি/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)