নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফা অলি আহমেদ রুমী চৌধূরী আজ থেকে সকল প্রকার রাজনীতি থেকে অবসর গ্রহনের ঘোষনা দিয়েছেন। তবে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে সমাজের কল্যানের চেষ্টা করে যাবেন বলে জানান তিনি। সোমবার সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে লিখিত ভাবে এ ঘোষনা দেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীতে অধ্যয়ন রত নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সংগঠিত করে এবং রেজিষ্ট্রেশানের মধ্য দিয়ে মেহনতি মানুষের কল্যানে, তাদের বিপদে কাজ করার চেষ্টা করার মধ্যদিয়ে রাজনীতিতে এসেছিলেন। শ্রমিক ইউনিয়নের, বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সফলতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে সাধারন মানুষের ভালবাসায় সিক্ত হয়েিেছ, অর্জন করতে পেরেছি তাদের আস্থা, বিশ্বাস আর আন্তরিকতা।

তিনি আরও বলেন, ৬০ বছর বয়স পেরিয়ে গেছে, রাজনীতিতে পরিবর্তন এসেছে। এই পরিবর্তন আমার মনন এবং নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক। যে আদর্শ নিয়ে রাজনীতিতে সাফল্য পেয়েছি সেই পরিবশে আর নেই তাই রাজনীতি থেকে সম্পূর্ন অবসরই আমার কাছে কাম্য। ক্ষমতার রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা এতটাই প্রকট যা আমার মানসিকতার সাথে কোন ভাবেই মিলানো সম্ভব নয়। তিনি রাজনৈতিক জীবনের শুভাকাঙ্খী ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা, কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা আমাকে সব চাইতে বেশি ভালবেসেছে, যারা সকল বিপদে আমার সাথে ছিলো তাদের প্রতি আমি কৃতঞ্জ জানান।

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)