তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের নিরাপত্তায় মেসেঞ্জারের অডিও ভিডিও কলে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক। কেবল মেসেঞ্জারের সিক্রেট মোড ফিচার ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা গোপনে পরীক্ষা করছে ফেসবুক।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীদের করা সব অডিও বা ভিডিও কল এনক্রিপ্ট বা বিশেষ কোডে পরিণত করে প্রাপকের কাছে পাঠানো হবে। ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ তাঁদের কথোপকথন শুনতে পারবে না। মার্চ মাসে নিজেদের মালিকানাধীন সব সেবায় ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)