রাজন্য রুহানি, জামালপুর : লাইসেন্স নবায়ন না করেই অব্যবস্থাপনার মধ্যে কার্যক্রম পরিচালনার জন্য জামালপুর শহরের ইউনাইটেড হাসপাতালকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জরিমানা করা হয়েছে ২০হাজার টাকা।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনার সময় ইউনাইটেড হাসপাতালকে সিলগালা ও জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এসএম মাজহারুল ইসলাম। এ সময় ওই হাসপাতালের মালিক ডা. হারুণ-অর-রশিদ হাসপাতালে ছিলেন না।

নির্বাহী হাকিম এসএম মাজহারুল ইসলাম বলেন, ইউনাইটেড হাসপাতালে নিয়মিত ডাক্তার নেই। প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নেই। রোগীরা এখানে চিকিৎসা নিতে এসে একদিকে যেমন প্রতারিত হচ্ছেন অন্যদিকে ভোগান্তিও পোহাচ্ছেন। রোগী দেখার ফিও বেশি নেয়া হচ্ছে। সমস্ত কারণ খতিয়ে দেখে হাসপাতালকে সিলগালা করা হয়েছে।

মানেজার সাইদ আহমেদ জরিমানার টাকা নগদে পরিশোধ করে বলেন, হাসপাতালটি বন্ধ করে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এমন বেহাল দশা।

(আরআর/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)