নিউজ ডেস্ক : ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া রবিবার জনস্বার্থে ওই নোটিশটি পাঠান।

নোটিশে সরকারের তথ্য মন্ত্রণালয়, তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিরেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

এখলাস উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “ বাংলাদেশে ভারতীয় টেলিভিশন সম্প্রচার হওয়ার ফলে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়েছে। ভারতীয় চ্যানেল দেখে 'পাখি' ড্রেস কিনতে না পেরে বাংলাদেশি এক কিশোরী আত্মহত্যা করেছে। স্ত্রী স্বামীকে তালাক দিয়েছে। তাই এ নোটিশ আবেদন করা হয়েছে।২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ না হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।”

(ওএস/অ/আগস্ট ০৩, ২০১৪)