মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে স্কুল পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন বন্ধ করলেন ইউএনও। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চৈতা গ্রামে।

জানা যায়, উপজেলার চৈতা আবু ইউসুফ আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী মুন্নি আক্তার (১৫) এর সাথে গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মোঃ রাকিব হোসেন (২৬) এর বিবাহের আয়োজন করে মুন্নি আক্তারের পরিবার।

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সরোয়ার হোসেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ শিরিন সুলতানাকে সঙ্গে নিয়ে উপজেলার পশ্চিম চৈতা গ্রামে মেয়ের বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিয়ের অপরাধে স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতি জানতে পেয়ে মেয়ের বাবা দলিল উদ্দীন ফকিরসহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সরোয়ার হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক মেয়ের মা মোসাঃ রাশিদা বেগমকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না অঙ্গিকার করেন।

(ইউজি/এসপি/নভেম্বর ০৫, ২০১৯)