স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলা পরিষদের সার্ভেয়ার আলামিনকে ঘুষের  টাকাসহ গ্রেফতার করেছে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টায় ঘুষের ২০ টাকার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

অভিযোককারী সাবানা খাতুনের কাছে জেলা পরিষদের জমির লিজ বরাদ্দ বাবদ ২০হাজার টাকা দাবি কওে সার্ভেয়ার আলামিন।ঘুষের টাকা দেওয়ার সময় দুদক হাতে নাতে আলামিনকে আটক করে। আলামিনের বিরুদ্ধে জেলা পরিষদের জমি লিজ দেওয়ার নামে একাধিক ঘুষ গ্রহন ও সাধারন মানুষকে হয়রানীর অভিযোগ রয়েছে।

দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজিজুল ইমাম চৌধুরী জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তার বদলির জন্য ইতিপূর্বে দুই বার মন্ত্রনালয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মামলার করা হয়েছে বলে জানিয়েছে,জেলা কার্যালয় দুদক এর উপ পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০১৯)