ধামরাই (ঢাকা) প্রতিনিধি : বন ও পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রকৌশলী কাজী তানজীদ আহমেদ পরিচালিত ভ্রাম্যমান আদালত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের চারটি অবৈধভাবে স্থাপনকৃত ইটভাটা গুড়িয়ে দিয়েছে। 

সেই সাথে ওই চারটি ইটভাটার মালিককে বার লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা জড়িমানা করে, ইটভাটা গুলো বন্ধ করে দিয়েছেন।

এসময় সাথে ছিলেন ঢাকা জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃশরিফুরঅ ইসলাম, ধামরাই থানার এসআই ফরহাদ হোসেন,ধামরাই ফায়ার ষ্টেশনের কর্মকর্তা মোঃ হুমায়ূন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

ম্যাজিষ্ট্রেট প্রকৌশলী কাজী তানজীদ আহমেদ দেশটিভিকে বলেন এই ইটভাটা গুলো আবেদন করে কিন্ত তারা অনুমতি না পেয়েই কার্যক্রম পরিচালিত করছে। অবেধভাবে কাজ করায় এই সব ইটভাটা গুলোর বিরুদ্ধে আজ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে ভেঙ্গে দেই ও প্রতিটি ইটভাটাকে বার লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা জড়িমানা করা হয়েছে।এটা চলামান প্রক্রিয়া। অবৈধ কার্যক্রম ও পরিবেশ সুন্দর রাখতে এঅভিযান অব্যাহত থাকবে বলেন।

(ডিসিপি/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)