নওগাঁ প্রতিনিধি : ব্রিটিশ শাসনামলে নওগাঁর রাণীনগর-আবাদপুকুর সড়কের রতনডারী খালের ওপর নির্মিত শতবর্ষী ঐতিহ্যবাহী হাতিরপুল (ব্রিজ) অবশেষে সংস্কার করা হচ্ছে।

শনিবার বিকেলে ব্রিজটির ঝুঁকিপূর্ন অর্ধেক অংশের গাইডওয়ালসহ বেশ কিছু অংশ খালে ভেঙ্গে পড়ে। সেই ভেঙ্গে যাওয়া অংশটিই বেইলী ব্রিজের আদলে সংস্কার কাজ শুরু করেছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ। এদিকে রাস্তা বন্ধ করে সংস্কার কাজ করায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে উপজেলার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের।

জানা গেছে, প্রায় শতবছর আগে উপজেলার কাশিমপুরের রাজা অন্নদা প্রসন্ন লাহিড়ী তার পূর্বাঞ্চলের স্টেট দেখাশুনার জন্য রক্তদহ বিলের দক্ষিণ পাশের রতনডারী খালের ওপর একটি কাঠেরপুল নির্মাণ করেন। পরবর্তীতে সেতুটি নষ্ট হওয়ায় জনস্বার্থে ব্রিটিশ শাসন আমলে চুন-শুরকি দিয়ে ওই স্থানে হাতিরপুল ব্রিজটি পুনঃনির্মাণ করা হয়। গত আড়াই বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়ক বিভাগের কাছে গেজেটের মাধ্যমে হস্তান্তর করা হয়। কিন্তু দীর্ঘদিন ব্রিজটির কোন সংস্কার না করায় এখন তা অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে দাঁড়িয়েছে।

ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন জেলা শহরসহ রাণীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে জেলার দ্বিতীয় বৃহত্তম ধানের হাট আবাদপুকুর হাটে শত শত ট্রাক, ট্র্যাক্টর, সিএনজি, অটোরিক্সা, মাইক্রোবাস ও ভ্যানসহ বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করে। উপজেলার পূর্ব এলাকার ৫টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী আত্রাই, বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার লাখ লাখ মানুষ রাণীনগর উপজেলাসহ নওগাঁ জেলা শহরে যাতায়াতের জন্য একমাত্র ভরসা এই সড়কটি। অবশেষে ব্রিজটির ভাঙ্গা অংশের ওপর বেইলী ব্রিজের আদলে সংস্কার করায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে।

তবে ব্রিজটি সংস্কার করা হলেও এই ব্রিজটি চলাচলের জন্য কতটুকু নিরাপদ তা কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত। সবচেয়ে ভালো হয় যদি পুরো ব্রিজটি ভেঙ্গে এর আদলে নতুন করে ব্রিজটি নির্মাণ করা হয়। তাহলে ব্রিজটিও নির্মাণ হলো আর শতবছরের ঐতিহ্যও বজায় থাকলো। তাই এই বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারি রকিবুজ্জামান রকিব বলেন, হাতিরপুল ব্রিজটির ভেঙ্গে যাওয়া ঝুঁকিপূর্ন অর্ধেক অংশের সংস্কার কাজ শুরু করা হয়েছে। এই অংশে বেইলী ব্রিজের আদলে সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ শেষে আগামী শুক্রবার থেকে এই ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তবে সংস্কার করার পরও অধিক মালবাহি যানবাহনের জন্য এটি ঝুঁকিপূর্ণই থেকে যাবে।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হামিদুল হক জানান, এই ব্রীজটি ঝুকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপজেলা সদর থেকে আবাদপুকুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কের পুন:নির্মাণ, ব্রিজ ও কালর্ভাট নির্মাণের কাজ চলছে। এই হাতিরপুল ব্রিজটির পাশেই একটি সেতু নির্মাণ কাজ চলছে। সেতুটি নির্মাণ করা হলে এই হাতিরপুল ব্রিজ দিয়ে চলাচল অনেকটাই কমে যাবে। তবে এখানে ব্রিজটির আদলে নতুন একটি ব্রিজ নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।

(বিএম/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)