কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়ায় জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় কুষ্টিয়া মহাশশ্মান মন্দির প্রাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্ব এবং পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নিলয় কুমার সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এ্যাডঃ সুধীর কুমার শর্মা, চন্দন সান্যাল পলাশ, অশোক সাহা, সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ রমেশ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ নন্দ কিশোর বিশ্বাস, পরেশ রায় নারু, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, প্রচার সম্পাদক কৃষ্ণ কমল বিশ্বাস, সহ-প্রচার সম্পাদক সুজন কুমার কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক রিনা বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শংকর মজুমদার, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শিলা বসু, মহিলা বিষয়ক সম্পাদক সন্ধ্যা বিশ্বাস, সহ-পূজা বিষয়ক সম্পাদক সীমা রায়, নির্বাহী সদস্য অধ্যাপক সুপ্রভাত মালাকার, নিতাই কুন্ডু, চিত্তরঞ্জন পাল, কাঞ্চন কুমার, ডাঃ সমর ঘোষ, সনজিৎ কুমার ভট্টাচার্য, বিশ্বনাথ দাস বিশু, ডাঃ বিশ্বনাথ পাল বিশু, প্রশান্ত কুমার পাল প্রমুখ।

সভায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

(কেকে/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)