চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় স্ত্রী নাজমা বেগমকে (২৪) হত্যা করে পালানোর সময় স্বামী আজাদ গাজীকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার মৃত মোশারফ হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক আজাদ গাজী নাটোর জেলার উত্তর চকির পাড়া এলাকার আবু তাহের গাজীর ছেলে। তিনি পেশায় একজন মৌসুমি শ্রমিক। নিহত নাজমা চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ির মো. ইউনুস খানের মেয়ে।

নাজমার বাবা ইউনুস খান বলেন, সকালে বাড়ির মালিক আমাকে ফোন করে খবর দিলে ছুটে এসে দেখি নাজমাকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পাঁচ বছর আগে পারিবারিক ভাবে নাজমার সঙ্গে আজাদের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলে রয়েছে।

আজাদ গাজী বলেন, আমি শুধু একটা থাপ্পর মেরেছি। এর পর কি হয়েছে আমি জানি না।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। তবে লাশ উদ্ধারের সময় নাজমার হাটু মাটিতে লেগেছিল। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নাজমার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)