রাজশাহী প্রতিনিধি : নগরীর দড়িখরবোনা এলাকায় স্বামীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ভানু বেগম (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভানু বেগম দড়িখরবোনা ঝোলাপাড়া এলাকার লাল্টু শেখের স্ত্রী।

রাজশাহী গভার্মেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশনে ঢুকছিল। স্টেশনের কাছেই দড়িখরবোনা রেল ক্রসিংয়ে পৌঁছালে ভানু বেগম নামের ওই গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে কোমর থেকে শরীর দু’ভাগ হয়ে ঘটনস্থলেই মারা যান তিনি।

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান আফজাল।

রাজশাহী জিআরপি থানার ওসি সুনীল কুমার ঘোষ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভানু বেগমের স্বামী আগে জেলা খাদ্য অফিসে কাজ করতেন। সেখান থেকে চাকরি চলে যাওয়ার পর একটি এনজিও থেকে ঋণ নিয়ে স্বামী-স্ত্রী দু’জনই দড়িখরবোনা মোড়ে ডিমের ব্যবসা করতেন। কিস্তির টাকা পরিশোধ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। আজও সকালে কিস্তির টাকা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হলে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেন।

লাশের ময়নাতদন্ত শেষে এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)