সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া, (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদর ঘেষে কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর । সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারন সম্পাদক পদে ৭ জন প্রার্থী হয়েছেন।

১৬ বছর পর এই ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের দিন তারিখ ঘোষণা হওয়ার পর ।থেকেই নেতা কর্মীদের মাঝে দেখা দিয়ে প্রাণ চাঞ্চল্য। কাউন্সিলরদের মন জয় করতে সব প্রার্থীরা যাচ্ছেন তাদের বাড়ি বাড়ি। দিচ্ছেন নানা ভাবে ধরণা। নিজেদের সমর্থনের পাল্লা ভারি করতে করছেন শোডাউন। সম্মেলনে জিততে প্রত্যেকেই যার যার শেষ কৌশল অবলম্বন করছেন।

সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন কান্দিউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৃণমূল আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ তার প্রতীক চেয়ার, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভূঞার প্রতীক আনারস, প্রবীন আওয়ামীলীগ নেতা সামসুদ্দিন মল্লীকের প্রতীক ছাতা ও জালালপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান আসলামের প্রতীক ঘোড়া।

অপরদিকে সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন তরুণ আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম বাবুল তার প্রতীক তালা, জেলা যুবলীগের সদস্য তরুণ আওয়ামীলীগ নেতা তাপস ব্যানার্জীর প্রতীক হরিণ ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ভূঞার প্রতীক ফুটবল। সব প্রার্থীরাই কাউন্সিলরদের সমর্থন আদায় করতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছেন।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুসলেম উদ্দিন জানান, শিক্ষাবিদ আব্দুর রহমান স্মৃতি বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন অনুষ্ঠানের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন পর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে অন্যরকম আনন্দ অনুভুতি বিরাজ করছে। আমরা চাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্মেলনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে যোগ্য নেতা নির্বাচিত হোক।

(এসবি/এসপি/নভেম্বর ০৮, ২০১৯)