নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল ১০টায়  নওগাঁর ধামইরহাটে দু’ দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ধামইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা উদ্বোধন করেন, মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) র্শীষক প্রকল্পের আওতায় ২দিন এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিশুদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে মেলায় মিলিত হয়।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম শাহিন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মনোরঞ্জন পাল, সহকারী জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, শিক্ষার্থী মোসাঃ মরিয়ম প্রমুখ। মেলায় ১০টি স্টল বসেছে।

মেলায় শিশুদের উপস্থিত বতৃক্তা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনি দিনে সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা গেছে।

(বিএম/এসপি/নভেম্বর ০৯, ২০১৯)