মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের পদ্মা নদীতে আড়াইশ যাত্রী নিয়ে মাওয়া এক্সপ্রেস নামে একটি লঞ্চ ডুবে গেছে।

৪০ জন যাত্রীকে উদ্ধার করা হলেও এতে অনেক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকাল ১১টার দিকে মাওয়া ঘাটের কাছে লঞ্চটি ডুবে যায়।

নদীতে তীব্র স্রোতের কারণে সৃষ্ট ঘূর্ণাবর্তে (পানির পাক) লঞ্চটি পড়ে গেলে ডুবে যায় বলে জানিয়েছেন স্পিডবোট ব্যবসায়ী লাল মিয়া।

তিনি জানান, মাসখানেক ধরে নদীতে তীব্র স্রোত ছিল। আর যেখানে লঞ্চটি ডুবেছে, সেখানে নদী অনেক গভীর। এর ফলে লঞ্চে আটকাপড়া যাত্রীরা লঞ্চ থেকে বের হতে পারলেও ঘূর্ণাবর্তে পড়ে অনেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এদিকে, মাওয়া হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহাদত হোসেন জানান, লঞ্চটি মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে ১০০ গজ দূরে ডুবে যায়।

তিনি জানান, যাত্রীদের উদ্ধারে ঘাট থেকে খালি লঞ্চ ও স্পিডবোট ঘটনাস্থলে গেছে। ৪০ জন যাত্রীকে এ পর্যন্ত উদ্ধার করা গেছে।

অপরদিকে, লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ।

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)