বাগেরহাট প্রতিনিধি : সুপার সাইক্লোনে রূপ নিয়ে সুন্দরবনের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এই অবস্থায় ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য উপভোগ করতে গিয়ে সুন্দরবনে আটকা পড়েছে ১ হাজার দেশী-বিদেশী পর্যটক।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আটকা পড়া এসব দেশী-বিদেশী পর্যটকদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব পর্যটকদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ছোটবড় ২০টির অধিক পর্যটকবাহী নৌযানে করে তারা এখন সুন্দরবনের ছোট-ছোট খাল ও নদীতে নোঙ্গর করে করেছে।

তবে, বঙ্গোপসাগর ঘেষা সুন্দরবনের কটকা ও কচিখালী বনের ছোট-ছোট খাল ও নদীতে নৌযানে নোঙ্গর করে থাকা দেশী-বিদেশী পর্যটকরা সবচেয়ে বেশী ঝঁকির মধ্যে রয়েছেন।

সুন্দরবনের বিভিন্ন ট্যুর অপারেট ও সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করে জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের মৃগমারী, তাম্বুলবুনিয়া, কটকা ও কচিখালীর বনের ছোট-ছোট খাল ও নদীতে নৌযানে নোঙ্গর করে থাকা দেশী-বিদেশী পর্যটকবাহী নৌযানগুলো ঝড়ো হাওযার কারনে বঙ্গোপসাগর ও নদী উত্তাল থাকায় তারা লোকালয়ে ফিরতে পারছেনা। কোস্টগার্ডসহ উদ্ধারকারীরার সেখানে যেতে পারছেনা।

(এসএকে/এসপি/নভেম্বর ০৯, ২০১৯)