বাগেরহাট প্রতিনিধি : সুপার সাইক্লোনে রূপ নিয়ে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের দিকে এগিয়ে আসায় শনিবার সকালে চরম ঝঁকির মধ্যে থাকা বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের ৫টি ফরেষ্ট অফিস বন্ধ করে দেয়া হয়েছে। ওই ৫টি অফিসের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে বন বিভাগ। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, পূর্ব সুন্দরবন বিভাগের শ্যালারচর, কটকা, কচিখালী, আলোরকোল ও দুবলা ফরেষ্ট অফিস জরাজির্ন অবস্থায় রয়েছে। সুপার সাইক্লোনে রূপ নিয়ে সুন্দরবনের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। সকালে ১০ নং মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এই অবস্থায় ওই ৫টি ফরেষ্ট অফিসের সকল কর্মকর্তা ও বনরক্ষীদের জীবন চরম ঝঁকির মধ্যে থাকায় অফিসগুলো বন্ধ করে সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ স্থানে সড়িয়ে নেয়া হয়েছে। তবে, ঘূর্ণিঝড়ের পর দ্রুততম সময়ে ওইসব অফিস চালু করা হবে।

(এসএকে/এসপি/নভেম্বর ০৯, ২০১৯)