স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের রূপনগরে আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মিজানুর রহমান মিজান (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের ওই ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিল মিজান।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণে শিশু মিজান আহত হয়। সেসময় তার পেটের নাড়িভুঁড়ির অনেকাংশ বেরিয়ে যায়। পরে ঢামেক হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়ে বর্তমানে শিশুসহ তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শিশু মিজানের বাবা মো. রোকন মিয়া পেশায় স্কুল ভ্যানচালক। তার দুই ছেলের মধ্যে মিজান ছিল বড়। রূপনগরের মজিবরের বস্তিতে পরিবারের সঙ্গে থাকত মিজান, পড়তো স্থানীয় প্রতিভা স্কুলের দ্বিতীয় শ্রেণিতে। গত ৩০ অক্টোবর বিকেলে কোচিং সেন্টার থেকে ফেরার সময় রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটলে আহত হয় মিজান।

(ওএস/এসপি/নভেম্বর ১০, ২০১৯)