রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাত আনার পর রোববার থেকে লণ্ডভণ্ড সাতক্ষীরার শ্যামনগরে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী।

সাতক্ষীরা ত্রাণ ও দুর্যোগ কমিটির সভাপতি জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল জানিয়েছেন, বুলবুলের তান্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্যামনগরের গাবুরা,রমজাননগর, কৈখালী ও মুন্সিগঞ্জ ইনিয়ন । এখানে বেশ কয়েকটি নদীর বেড়ীবাধে ফাটল দেখা দিয়েছে।

জেলায় দু’লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩২ হাজার কাঁচা ও পাকা ঘর বাড়ী আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে ২৬ হাজার ঘরবাড়ী। এছাড়া ফসলের ক্ষেত ও চিংড়ী ঘের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। খুব শীঘ্রই এর পরিসংখ্যান জানা যাবে। রোববার আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাসায় ফিরে গেছে দুর্গত মানুষজন।

দুর্যোগ পরবর্তী সময়ে রোববার দুপুর থেকে নৌবাহিনী, কোস্টগাট, ফায়ার সাভিস, সিপিপি, স্বেছাসেবদের পাশাপাশি সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরাতা শুরু করেছে। রাস্তার দু’পাশ থেকে ভেঙে পড়া গাছ সরানোর কাজ করছে তারা। বিতরণ করছে ত্রাণ। ভেঙে পড়া ঘরবাড়ি মেরামত শুরুর কাজ ও করছে তারা।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হানে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকুলবর্তী এলাকায়। এর প্রভাবে সারা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শ্যামনগরের গাবুরা, মুন্সিগঞ্জ, কৈখালি ও রমজাননগরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।

(আরকে/এসপি/নভেম্বর ১১, ২০১৯)