স্টাফ রিপোর্টার, দিনাজপুর : মাদক চোরাকারবারীদের গডফাদার, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে বিচারের দাবিতে দিনাজপুর সদরের ৯নং আস্করপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক পদ হতে বহিস্কারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

আজ বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন পালন করেন ৯নং আস্করপুর ইউনিয়নের কয়েক’শ মানুষ। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান জিয়া মাদক ব্যবসায়ীদের মদদ দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে।এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তার দুর্নীতির কারনে এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তাই এর সুষ্ঠ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনার জোর দাবি জানায় এলাকাবাসী। অসংখ্য মানুষ এতে অংশ নেয়।

এর আগে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।এ সময় ৯ নং আস্কর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, ৯ নং আস্কর পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খতিব উদ্দিন আহম্মেদসহ অন্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য.সম্প্রতি এক নারী শিক্ষিকা অভিযোগ করে যে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার তাকে প্রলুদ্ধ আর ভয়-ভীতি দেখিয়ে দিনাজপুর জেলা প্রশাসক মো.মাহমুদুল আলমের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট নারী কেলেংকারী’র ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইনবুকে ভাইরাল করে। তা সম্পূর্ণ মিথ্যা এবং জিয়া চেয়ারমানের শেখানো বলে দাবী করে ওই নারী।

এ ব্যাপারে য ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার মতামত জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো প্রশ্ন করেন,কত লোক আমার বিরুদ্ধে মানববন্ধন আর সংবাদ সম্মেলন করেছে ? এসব করে লাভ নেই। প্রশাসন আছে। তারা বিষয়টি দেখবে। কে ভালো আর কে খারাপ তা তারা জানে।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০১৯)