আন্তজার্তিক ডেস্ক : প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখছেন বলে মঙ্গলবারই নরেন্দ্র মোদিকে তুলোধোনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বুধবার আরও কড়া আক্রমণ শানিয়ে মমতার কটাক্ষ, মোদির ইমেজ আসলে একটা গ্যাসবেলুনের মতো৷ স্রেফ হাওয়া ভরা৷ টাকার বিনিময়ে ফুলিয়ে-ফাঁপিয়ে তৈরি করা হয়েছে৷ ভোটেই সেই বেলুন চুপসে যাবে৷ বাংলার মানুষকে ডাক দিয়ে মমতা বলেন, "এই গ্যাস বেলুন ফুটো করে দিন৷ দেখবেন সঙ্গে সঙ্গে চুপসে যাবে৷"

মোদির মিথ্যা প্রচারকে উড়িয়ে দিয়ে মমতা তোপ দেগে জানিয়ে দেন, যাঁর হাতে-মুখে দাঙ্গার রক্ত লেগে, তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ এখানেই থামেননি তৃণমূলনেত্রী৷ স্ত্রীর পরিচয় গোপন রাখা নিয়ে মোদিকে একহাত নিয়ে জানিয়ে দেন, "যিনি তাঁর স্ত্রীর পরিচয় গোপন রাখেন৷ তাঁর খবর পর্যন্ত রাখেন না৷ এমনকী কাগজে স্ত্রীর নাম লিখতে সাহস পান না, তিনি দেশের নেতা হতে চাইছেন৷ দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন৷" এমন একজনকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে প্রচার চালাচেছ বিজেপি৷ হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে৷ বাংলাকে ভাগ করতে চাইছে৷ তাঁর সাফ কথা, "এমন সাম্প্রদায়িক বিজেপি-কে বাংলার মানুষ ভোট দেবে না৷ একটা আসনও এ রাজ্যে পাবে না বিজেপি৷ উল্টে অবস্হা এমন হবে যে দার্জিলিং ছেড়ে বাক্স-প্যাটরা নিয়ে বাংলা ছেড়ে পালাতে হবে৷"

মমতা আরো বলেন,ভোটের আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলে এমন প্রচার এই প্রথমবার৷ এর আগে কখনও এমন শব্দ শোনা যায়নি৷ মমতার সাফ কথা, পুরোটাই হাওয়া দিয়ে ইমেজ তৈরির চেষ্টামাত্র৷ মোদির জামানায় গুজরাত সব দিক থেকে পিছিয়ে গেলেও গুজরাত-মডেল নিয়ে মিথ্যা প্রচার চলছে৷

(ওএস/এটি/এপ্রিল ১৭, ২০১৪)