ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে জেএসসি এক পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে বখাটে সুমন ধরকে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক পরিচালিত ভ্রাম্যমান আদালত। 

বুধবার দুপুর দুইটার দিকে এই দন্ড প্রদান করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

ধামরাইয়ের জয়পুরা সেন্ট্রাল স্কুলের জেএসসি পরীক্ষার্থী কে প্রতিনিয়ত স্কুলে যাতায়াতের পথে অশালীন প্রস্তাবব ও নানা রকম কথা বলে উত্যক্ত করে আসছিল সুমন। বুধবার জেএসসির বিজ্ঞান পরীক্ষা শেষে ছ্াত্রীটি বাড়ি যাবার পথে নানা রকম কথা বলে উত্যক্ত করছিল। মেয়েটি বাড়ি গিয়ে তাদের অভিভবাকদের জানালে তারা এসে ওই বখাটে সুমন ধরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

পুলিশ ও এলাকাবাবী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হককে জানোর পর বিকেল আড়াইটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বখাটে সুমন ধরকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
কারাদন্ড প্রদানের পর বখাটে সুমনকে এসআই ফরিদের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাউিল হক বলেন বখাটে সুমন ধরকে জেএসসি পরীক্ষর্থীকে উত্যক্ত করার অভিযোগে ৫০৯ ধারা মোতাবেক এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

(ডিসি/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)