কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নে ঘূর্নিঝড় বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্থ্য চারশ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সহায়তা দেয়া হয়েছে।  

বুধবার দুপুর ২টায় চাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দূর্গত মানুষের মধ্যে এ ত্রান সহায়তা প্রদান করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপন উপস্থিত ছিলেন। লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া, পশরবুনিয়া, নয়াকাটা, নাওয়াপাড়া, মুন্সীপাড়া, ধঞ্জুপাড়া, ও ১১নং হাওলা গ্রামের বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্থ্য চারশ পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি তরে তেল, ডাল, লবন, চিনি, চিড়া,নুডুলস ও বিস্কুট প্রদান করা হয়।

২০০৭ সালের সিডরের পর থেকে চাড়িপাড়া বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করায় প্রতিটি দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে লালুয়া ইউনিয়নের সাত গ্রামের মানুষ।

(এম/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)