স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেদখল হয়ে যাওয়া জায়গা উচ্ছেদ অভিযান চলছে। ৩ দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযানে প্রায় ৩০ একর বেদখল হওয়া জায়গা উচ্ছেদ করেছে । এতে অবৈধভাবে বসবাসরত প্রায় আড়াই সহন্রাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এক শ্রেণির প্রতারক ও কথিত নেতার খপ্পড়ে পড়ে অবৈধ অর্থের বিনিময়ে তারা অবৈধভাবে বসবাস আসছিলো দীর্ঘদিন ধরে।তারা অনেকে এখন চরম বিপাকে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।

বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার ৮নং উপশহরের লম্বাপাড়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজিমউর রহমান ও মোহাম্মদ উল্লাহ এই অভিযান নেতৃত্ব দিচ্ছেন। ৮নং উপশহরের লম্বাপাড়া এলাকাটি দিনাজপুরে মাদকের আস্তানা হিসেবে পরিচিত রয়েছে।

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান জানান, গত ৩ দিন ধরে উপশহরের বিভিন্ন ব্লাকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। গত ৩ দিনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বেদখল হয়ে যাওয়া সম্পত্তির মধ্যে প্রায় ৩০ একর সম্পত্তির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপশহর এলাকার বিভিন্ন ব্লকের প্রায় সাড়ে ৪শ একর সম্পত্তি বেদখল হয়ে রয়েছে। যা আগামীতে উচ্ছেদ করা হবে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

(এসএএস/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)