গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চারশতাধিক শিক্ষার্থীকে উপজেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার প্রদান করেন। শিক্ষা উপকরণে মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন, কলম, স্কেল ও ফাইলবেগ। ওইদিন দুপুরে ছাত্রলীগ নেতা মিজান ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যান। এসময় তিনি কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে উপহার তুলে দেন। এরপর মিজান দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাকি ইউনিয়নের বাকি বিদ্যালয় ও বাড়ি বাড়ি ঘুরে শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করেন।

পিইসি পরীক্ষার্থী পারভেজ মিয়া বলেন, মিজান ভাই উপহার নিয়ে বাড়িতে আসবেন ভাবতেই পারিনি। পরীক্ষার আগে উপহার পেয়ে আমি খুব খুশি হয়েছি।

অপর পরীক্ষার্থী শিউলী আক্তার বলেন, মিজান ভাইয়ের দেয়া উপহারের পরিমাণ ছোট হলেও আমাদের আনন্দ আকাশ সমান। আমাদের সহপাঠীরা সবাই আনন্দিত হয়েছি।

উপজেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে শিক্ষার্থীদের সকল ভালো কাজে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবার আমার ২নং গৌরীপুর ইউনিয়নের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের চারশতাধিক পিইসি পরীক্ষার্থীকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দিতে পেরে আমি আনন্দিত। উপহার পাওয়ার পর পরীক্ষার্থীদের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।

উপহার বিতরণকালে অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন ২নং গৌরীপুর ইউননিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান, ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৯নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান জয়কুল প্রমুখ।

(এস/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)