নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পৌরসভাধীন খাস নওগাঁ মহল্লায় পৌরসভার পুকুরটি লিজ না দিয়ে পৌরকর্তৃপক্ষ ভোগদখল করছে বলে অভিযোগ উঠেছে। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌরকর্তৃপক্ষ তার নিজস্ব লোক জন দিয়ে বিশাল পুকুরটি অর্ধযুগ ধরে মাছ চাষ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগ রয়েছে ওই সরকারি পুকুরের টাকা যাচ্ছে খোদ মেয়রের পকেটে। পুকুরটির পশ্চিম দিকে হরিজন কলোনি ও পূর্ব দিকে মাছ বাজার রয়েছে।

এছাড়া পৌরকর্তৃপক্ষের যোগসাজসে পুকুরের পাশে অবৈধ স্থাপনা, বাড়ি ঘর ও দোকান পাটও গড়ে উঠেছে। পুকুরটি লিজ না দেয়ার কারনে এক দিকে পৌরবাসি সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।

স্থানীয়রা জানায়, ওই এলাকার প্রভাবশালী মেয়রের নিযুক্ত কতিপয় ব্যক্তি র্দীঘ দিন থেকে মাছ চাষ করে আসছে। তাদেরকে বাধা দেয়ার মত এলাকার কারো সাহস নাই বলে তারা জানান।

এ বিষয়ে পৌর মেয়র মোঃ নজমুল হক সনির সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন।

পুকুরের লিজ বিষয়ে কথা বললে তিনি বলেন, পুকুরটি ভরাট করা হবে এজন্য কাউকে লিজ দেয়া হয়নি। সরকার রাজস্ব হারাচ্ছে এমন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে রাজি হয়নি।

(বিএম/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)