নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা বৃহস্পতিবার বিকেলে এলজিইডি বাস্তবায়নে ৬৯০৪০০০৫.৯৩ টাকা ব্যয়ে ১১৫০ মিটার নন্দীকুজা  H/O ইদু- H/O চন্দখৈইর H/O  আনার রাস্তার, হাটগোবিন্দপুর ঝড়ু ফকিরের বাড়ি থেকে বড়াল নদীর ঘাট পর্যন্ত প্রকল্প খাত অগ্রাধিকার ভিত্তিতে ৪১৯৫৬৯৪.৯৫ টাকা ব্যয়ে ৭৫০ মিটার রাস্তার পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বাটিকামারী থেকে নন্দীকুজা  রাস্তার পাকা করণের ৬৪৪২০১৮.৪৫ টাকা ব্যয়ে ১১৬০ মিটার রাস্তার পাকা করণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলজিইডি কর্মকর্তা, ঠিকাদার ও এলাকাবাসি প্রমুখ।

(এডিকে/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)