রাঙামাটি প্রতিনিধি : একাধিক আঞ্চলিক দলের একই সময় একই স্থানে সমাবেশ ডাকায় আজ সোমবার সকাল থেকে জেলা রাঙামাটির কাউখালী ও বাঘাইছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আক্তার বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পক্ষে উপজেলা সদরে আজ একই সময়ে বিক্ষোভ-মিছিল করার অনুমতি চাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাঘাইছড়ির ইউএনও সুমন চৌধুরী জানান, একই দাবিতে জনসংহতি সমিতি ও জনসংহতি সমিতি (এমএন লারমা) একই সময়ে উপজেলা প্রশাসন মাঠে সমাবেশ করার ঘোষণা দেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সমাবেশ আহ্বানকারী দল ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এএসএ/এএস/আগস্ট ০৪, ২০১৪)