আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবের ছয়দিন অতিবাহিত হলেও শুক্রবার বিকেল পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার গ্রামাঞ্চলে বৈদ্যুতিক লাইন সচল করতে পারেনি পল্লী বিদ্যুত। ফলে কয়েক লাখ বিদ্যুত গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গ্রাহকরা অভিযোগ করেন, বর্তমান ডিজিটাল যুগে টানা ছয়দিন বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় তারা চরম দুর্ভোগে পরেছেন। মোবাইল ফোনে চার্জ দিতে না পারায় স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাই তারা উপজেলার বিভিন্ন হাট ও বাজারে প্রতি ঘন্টা বিশ টাকা মূল্যে জেনারেটরের মাধ্যমে মোবাইল ফোনে চার্জ দিতে বাধ্য হচ্ছেন।

তবে বিদ্যুত সংযোগ না থাকায় অধিকাংশ এলাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোনের নেটওর্য়াক বন্ধ রয়েছে। গ্রাহকদের অভিযোগ, পূর্বের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন মেরামতের জন্য বাহির থেকে অতিরিক্ত মজুরি ভিত্তিক শ্রমিকদের নিয়ে কাজ করা হলেও এবার আর তা না করে চরম উদাসিনতার মাধ্যমে নিজস্ব জনবল দিয়েই কাজ করছেন বিদ্যুত অফিসের দায়িত্বপ্রাপ্তরা। ফলে গত ছয়দিনেও গ্রামাঞ্চলের বৈদ্যুতিক লাইন সচল করতে পারেনি পল্লী বিদ্যুত।

(টিবি/এসপি/নভেম্বর ১৫, ২০১৯)