ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়ে বাড়িতে ফিরে গিয়েই দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিলেন তার বাবা। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামে।

জানা যায়, রবিবার ৩ আগষ্ট ওই গ্রামের আক্কাস মোল্যার মেয়ে উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রি আকলিমার (১৬) সাথে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওদুদ মোল্যার ছেলে বাবলু মোল্যার বিয়ের দিন ধার্য ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সহিদুজ্জামান জানতে পেরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডুকে অবহিত করলে তিনি তাঁর অফিসের কর্মচারী আশরাফ খানকে ঘটনাস্থলে পাঠান। আশরাফ খান ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে মেয়ের বাবা আক্কাস মোল্যাকে ধরে এনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা তাকে এক হাজার টাকা জরিমানা ও ভুল স্বীকার করে বিয়ে না দেয়ার মুচলেকা রেখে দেন। পরবর্তীতে ওইদিন বিকেলে স্থানীয় কিছু ব্যক্তির ছত্রছায়ায় মেয়ের বাবা বিয়ের কাজ সম্পন্ন করেন। ওই বিয়ের অনুষ্ঠানে আ’লীগ নেতারা ছাড়াও বোয়ালমারী থানা পুলিশের কয়েকজন সদস্যকে বিকেলে ভুরিভোজে অংশগ্রহণ করতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মো. বদিউজ্জামান বলেন, বাল্যবিয়ের ব্যাপারে আমরা কিছু জানতাম না। আগের দিনের মারামারির একটি মামলার তদন্ত করতে গিয়েছিলাম। ভুরিভোজে অংশগ্রহণের ব্যাপারে তিনি জানান, বিয়েবাড়ির লোকজনের অনুরোধ রক্ষা করেছি।
স্কুলের ভর্তি রেজিস্টার ও জেএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ি ছাত্রির জন্ম তারিখ ০১-১১-১৯৯৯ ইং।
(আরআইআর/এএস/আগস্ট ০৪, ২০১৪)